গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিমাই চন্দ্র ও খোকন চন্দ্র নামে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়।
সকালে, উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের জুনদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জুনদহ বাজার থেকে নিমাই চন্দ্র তার ভ্যানে ৪ জন যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে ভ্যানের এক্সেল ভেঙে গেলে সকল যাত্রী রাস্তার মাঝখানে ছিটকে পড়ে। এসময় রংপুর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান নিচে চাপা পড়ে ভ্যান চালাক নিমাই চন্দ্র ঘটনাস্থলে মারা যায়।
এছাড়াও আহত তিন যাত্রীর মধ্যে খোকন চন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি