নাটোরে ঢাকাগামী স্বল্প বিরতির ট্রেন আন্তঃনগর কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রা বিরতির উদ্বোধন করা হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে, নাটোর রেল স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা বিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল।
এ সময় তিনি নাটোরে দুটি ট্রেনের যাত্রাবিরতির নির্দেশনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। পরে, নাটোর স্টেশন থেকে ঢাকা গামী ৪০ যাত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছ জানান এবং মিষ্টি মুখ করান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি