সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী ও বিস্ফোরক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
তারা হলেন- রেলওয়ে কলোনী মহল্লার মো. বিল্লাল শেখের ছেলে মো. হানিফ শেখ (২৫), মৃত ময়নাল শেখের ছেলে মো. মিরাজুল ইসলাম (২৬), মো. শাকিল শিকদার (২৭) ও আলী আহমেদ মুন্সীর ছেলে মো. শুক্কুর (৩০)।
বুধবার র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রেলওয়ে কলোনি মার্কাস মসজিদের সামনের র্যাব-১২ সদস্যরা ওই মহল্লায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রাত সাড়ে ১০টায় একই এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার পলাতক আসামি মো. শুক্কুরকে গ্রেফতার করে র্যাব। সূত্র: ইউএনবি