চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বিরামপুর মর্দানা গ্রাম। এখানে গত কয়েক বছর যাবত স্থানীয় দুই পৌর কাউন্সিলরের আধিপত্য নিয়ে সংঘর্ষে হতাহত হয়েছেন অনেকেই।
সম্প্রতি আইয়ুব বাজার এলাকায় প্রকাশ্যে, বর্তমান কাউন্সিলর খাইরুল আলম জেমের লোকজন কুপিয়ে হত্যা করে সালাম গ্রুপের সমর্থক সাইফুদ্দিনকে। এ ঘটনায় ৩৪ জনকে আসামি করে মামলা হলেও ধরা পড়েনি মূল আসামিসহ বেশিরভাগই। স্থানীয়রা বলছেন, সামনে পৌর নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে মর্দানা।
সাইফুদ্দিন হত্যাকাণ্ডের পর এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সালাম গ্রুপ। চলছে জেম গ্রুপের সমর্থকদের বাড়িতে বাড়িতে ভাঙচুর ও লুটপাট। হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষও।
এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। আর মানবাধিকার সংগঠনগুলো বলছে, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের সঠিক পদক্ষেপের অভাবেই; মর্দানা এলাকায় ঘটছে একের পর এক হত্যাকাণ্ড।
এদিকে, মামলার সুযোগে কোনো পক্ষই যেন সুবিধা নিতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়ার কথা জানালেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার , মোহাম্মদ মাহবুব আলম খান।
গত পাঁচ বছরে সালাম ও জেম গ্রুপের আধিপত্য নিয়ে মর্দানা এলাকায় খুন হয়েছেন পাঁচজন।