নাটোরের গুরুদাসপুরে ৪টি অবৈধ লাইসেন্সবিহীন প্রাইভেট ক্লিনিককে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (বুধবার) সকালে, গুরুদাসপুর উপজেলার নির্বাহী ম্যাজিট্রেষ্ট মো. আবু রাসেলের নেতৃত্বে উপজেলার হাজেরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আল্পনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চলনবিল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ টিম।
এ সময় নানা অনিয়মের অভিযোগে ওই ৪টি প্রাইভেট ক্লিনিককে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি