প্রায় ৮২ কোটি টাকা ব্যয়ে নাটোর-বগুড়া জাতীয় মহাসড়কের মাদ্রাসা মোড় থেকে খেজুরতলা পর্যন্ত সম্প্রসারণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে, এ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে খেজুরতলা পর্যন্ত ১৪ কিলোমিটার অংশের ৩৫ ফুট প্রশস্তকরণ কার্যক্রমের নির্মাণ ব্যয় হবে ৮২ কোটি টাকা।
এর মধ্যে উত্তরা গণভবন পর্যন্ত তিন কিলোমিটার সড়কের উভয় পাশে ড্রেন, ফুটপাথ এবং মাঝে ডিভাইডারসহ চার লেনে উন্নীতকরণ করা হবে।
১৮ মাস সময়সীমার একই সময়ে খেজুরতলা থেকে সিংড়া উপজেলার শেরকোল পর্যন্ত ৭ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণ কার্যক্রমে আরো ব্যয় হবে ৬৪ কোটি টাকা। অর্থাৎ মোট ব্যয় প্রায় দেড়শ’ কোটি টাকা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি