চট্টগ্রামের গার্মেন্টসগুলোতে আবার ফিরেছে প্রাণ। কাজে যোগ দিয়েছে প্রায় শতভাগ শ্রমিক। সব মিলিয়ে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের গার্মেন্টসপাড়া।
চট্টগ্রামে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত অন্তত ৩০০ কারখানা এরই মধ্যে পুরোদমে চালু হয়েছে।
তবে করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের ৩২টি গার্মেন্টস। বাতিল বা স্থগিত হওয়া অর্ডারগুলোরও অনেকগুলোই আবার ফিরে পেতে শুরু করেছে মালিকরা। এতে দেশের বড় রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে স্থবিরতা কাটতে শুরু করেছে ধীরে ধীরে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি