ভোলায় টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ঝড় ও জলোচ্ছ্বাসে নিমজ্জিত ইলিশা লঞ্চঘাটের পন্টুনটি উদ্ধার করা হয়েছে।
আজ (শুক্রবার) সকালে, উদ্ধার অভিযান সমাপ্ত করে উদ্ধারকৃত পন্টুনটি ট্রাকবোর্ডে করে নেয়ার কথা জানান উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা এসিস্ট্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল বাকী ও প্রকৌশলী সাইফুল ইসলাম।
এর আগে, গতকাল সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নির্ভিক।
এদিকে, ২৩ দিন পর নিমজ্জিত পন্টুন উদ্ধার করা হলেও ওই ঘাটে স্থাপন করা হয়নি নতুন কোন পন্টুন। ফলে ভোলা-লক্ষ্মীপুর ও ঢাকা রুটের লঞ্চ, ওয়াটারবাস, সি-ট্রাকসহ ২০টি নৌযান চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি