মেহেরপুরে একটি টিউবওয়েল থেকে হাতলে চাপ ছাড়াই অনবরত পানি বের হচ্ছে। এই পানি পানে রোগমুক্তি হয়-এমন গুজবে দলে দলে সেখানে ছুটে যান সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয় এবং এ পানিতে রোগ নিরাময়ের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।
বৈদ্যুতিক মোটর কিংবা হাতের চাপ ছাড়াই নলকূপ থেকে ‘অলৌকিকভাবে’ বের হচ্ছে পানি। আর সেই পানি পান করলে দুরারোগ্য ব্যধি ভালো হবে এমন গুজবে প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন, মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের আনারুল ইসলামের বাড়িতে। তারা এটিকে আল্লাহর নেয়ামত মনে করে এবং এর পানি পান করলে রোগমুক্তি হবে ভেবে পানি নেয়া শুরু করেন।
পরে, টিউবওয়েলের পানি পানে রোগ মুক্তির গুজবটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এতে, ভবানীপুরসহ আশপাশের এলাকার লোকজন পানি নিতে ভিড় করেন ওই এলাকায়।
এরই মধ্যে একটি চক্র ওই টিউবয়েলটিকে ঘিরে ব্যবসার ফন্দি আঁটেন। তারা এটিকে অলৌকিক বলে দাবি করে মানুষকে উদ্বুদ্ধ করেন। ইতিমধ্যে সেখানে গড়ে তোলা হয় বেশ কিছু দোকান।
এদিকে, বিষয়টিকে প্রতারণা উল্লেখ করে ঘটনাস্থলে জনস্বাস্থ্য প্রকৌশলী পাঠিয়ে টিউবওয়েলটি বন্ধের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ।
অস্বাভাবিক কোনো বিষয়ে মানুষের কৌতুহল থাকে বেশি। তবে, চিকিৎসা বিজ্ঞানে এসব গুজবের কোনো ঠাই নেই। নলকূপের পানি পানে রোগমুক্তি হবে এটা ভাবা, বোকামি ছাড়া আর কিছু নয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি