কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল বাতেন (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চরে বজ্রপাতের ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন জানান, বুধবার বিকেলে আব্দুল বাতেন ক্ষেতে কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আব্দুল বাতেন মশালের চর গ্রামের মৃত আব্দুল গণি মিয়ার ছেলে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি