বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ছাব্বির হোসেন (২১) নামের এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় বগুড়া শহরের ফুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ছাব্বির ফুলতলা এলাকার ইউনুস আলীর ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, ছাব্বিরের কাছে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি পড়ে ছিল এক বছরের বেশি সময় ধরে। সেই অস্ত্র বিক্রি করার জন্য ক্রেতা খুঁজতে থাকে ছাব্বির। বিষয়টি জানতে পেরে ক্রেতা সেজে অস্ত্র কেনার জন্য বেশ কিছুদিন ধরে ছাব্বিরের সাথে যোগাযোগ করি।
বৃহস্পতিবার রাতে পুলিশের একটি টিম ফুলতলা এলাকায় অবস্থান নেয়। টিমের এক সদস্য ছদ্মবেশে ক্রেতা সেজে অস্ত্র কেনার সময় ছাব্বিরকে হাতে নাতে ধরে ফেলে। পরে তার হেফাজত থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ছাব্বিরের নামে শাজাহান পুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি