চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে চারটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মিঠন আলী ইয়ানি (৩০) এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার মুসলিমপুর এলাকার থেকে আটক করা হয়।
আটক মিঠন গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর খামারপাড়া এলাকার বিপতি মিস্ত্রির ছেলে।
র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল রবিবার রাত ৭টার দিকে মুসলিমপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় তিনটি পিস্তল, একটি রিভালবার ও তিনটি ম্যাগজিনসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী মিঠন আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি