সিরাজগঞ্জ সদর থানার কান্দাপাড়া গ্রাম থেকে গাঁজাসহ ইমরান প্রামাণিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার সকালে, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র্যাব-১২। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কান্দাপাড়া গ্রামে মোল্লার শালবাগানে কোম্পানি ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুল রহমানের নেতৃত্ব অভিযান চালানো হয়।
এ সময় ২শ’ গ্রাম গাঁজাসহ ইমরানকে গ্রেফতার করা হয়। পরে, সদর থানায় মাদকবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি