পদ্মানদীর ভয়াবহ ভাঙনে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের একটি কমিউনিটি ক্লিনিক নদীতে বিলীন হয়ে গেছে।
ব্যাপক ভাঙনে ইতোমধ্যেই একটি ইউনিয়ন পরিষদ ভবনের একটি অংশ নদীতে বিলীন হয়েছে। এছাড়া ভয়াবহ ভাঙন ঝুঁকিতে রয়েছে বন্দরখোলার কাজীরসুরা বাজারের অর্ধশতাধিক দোকানপাটসহ বিস্তীর্ণ জনপদ।
কমিউনিটি ক্লিনিক নদীতে বিলীন
চলতি বর্ষায় নদী ভাঙনের ফলে বসতভিটা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে কাজীরসূরা ও আশপাশের এলাকার অনেক মানুষ। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও স্রোতের তীব্রতার কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি