ময়মনসিংহ থেকে আবু বক্কর সিদ্দিক (৩৩) নামে নব্য জেএমবি এক সদস্যকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলার ধোবাউড়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুল রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নব্য জেএমবির ওই সদস্যকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে দুইটি উগ্রবাদী জিহাদি বই, ৯টি জিহাদি লিফলেট, একটি মোবাইল ফোন ও দুইটি সিম জব্দ করা হয়। আটককৃত আবু বক্কর নতুন সদস্য সংগ্রহ, তাদের মাঝে লিফলেট বিতরণ ও নিয়মিত চাঁদা দেয়ার কাজ করতেন।
পরবর্তীতে তার বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব-১২।
নিউজ ডেস্ক/বিজয় টিভি