নাটোরের নলডাঙ্গা থেকে আলতাফুন নেছা (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের কাচরা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আলতাফুন নেছা উপজেলা ধুলাউড়ি পশ্চিম পাড়া গ্রামের মৃত মফির উদ্দিন প্রাং এর মেয়ে।
নলডাঙ্গা থানার পুলিশ জানায়, ধুলাউড়ি পশ্চিম পাড়া গ্রামের মৃত মফির উদ্দিন প্রাং এর মেয়ে বিধবা আলতাফুন নেছা তার ভাই আব্দুল লতিফের বাড়িতে থাকত। রবিবার সকালে হাঁসের খাবারের জন্যে পার্শ্ববর্তী কাচরা বিলে শামুক কুড়াতে যায়। এরপর সে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খুঁজতে থাকে।
সোমবার ভোর ৫টার দিকে তার মরদেহ কাচরা বিলে ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি