মাদারীপুর থেকে মোঃ রবিউল আওয়াল রিজন (২৭) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায় র্যাব-৮।
এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি ঢাকার আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল রংপুর জেলার পীরগঞ্জ থানার পার্বতীপুর গ্রামের মো: আব্দুল মমিন মন্ডলের ছেলে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি মোঃ ইফতেখারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে আসামি মোঃ রবিউল আওয়াল রিজন ঢাকার আদাবরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছে। রবিবার বিকালে ডিএমপি ঢাকার আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করতো বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করতো বলেও প্রাথমিকভাবে স্বীকার করে।
তিনি আরো জানান, আসামি মোঃ রবিউল আওয়াল রিজনের নামে মাদারীপুরের রাজৈর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি