কুষ্টিয়ার দৌলতপুরে ঋণের টাকা আদায় করতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নূরুজ্জামান লাল্টু (৪৫)।
নিহত নূরুজ্জামান লাল্টু উপজেলার কামালপুর গ্রামের মতলেব কাজীর ছেলে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার ফিলিপনগর দফাদার পাড়ার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, নূরুজ্জামান দুপুরে ফিলিপনগর এলাকায় সাপ্তাহিক ঋণের কিস্তির টাকা আদায় করতে যান। কয়েকটি বাড়ি থেকে কিস্তির টাকা আদায়ের পর তিনি দফাদার পাড়ায় মমিন দফাদারের বাড়িতে যান।
এ সময় মমিন ব্যাংক সুপারভাইজার নূরুজ্জামানকে বাড়ির ভেতর ডেকে নিয়ে যান এবং কিস্তির টাকা না দিয়ে উল্টো তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মমিন ধারালো অস্ত্র দিয়ে নূরুজ্জামানের গলায় উপর্যপুরি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে ঘাতক মমিন ব্যাংক কর্মকর্তার লাশ বাড়ির শৌচাগারে রেখে ঘরে তালা লাগিয়ে পরিবার নিয়ে পালিয়ে যান।
মমিন দফাদার বেশ কিছুদিন ধরে ঋণের টাকা না দিয়ে ঘুরাচ্ছিলেন বলে জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি