সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার পানিবৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার সর্বত্র আবারও বন্যা দেখা দিয়েছে। চতুর্থ দফা এ বন্যায় উপজেলার শতাধিক বাড়িঘর ডুবে গেছে। এ ছাড়া রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়া যমুনার ব্যাপক ভাঙনে শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। অনেকেই ভাঙন আতঙ্কে তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে চৌহালী উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি