নাটোরের লালপুর থেকে ইয়াবাসহ সোহেল রানা সুমন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার মধুবাড়ি এলাকা থেকে ৪৪৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সোহেল রানা সুমন রাজশাহী জেলার বাঘা উপজেলার পারসাওতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
সিপিসি-২, কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে সোমবার দুপুরে উপজেলার মধুবাড়ি এলাকা অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ৪৪৬ পিস ইয়াবা সহ সুমনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি