দিনাজপুর ফুলবাড়ী উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের অছির উদ্দিনের ছেলে আশরাফুল আলমকে মাদক সহ আটক করেছে দিনাজপুর র্যাব-১৩।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনাজপুর র্যাব-১৩ প্রতিনিধি দল অভিযান চালিয়ে ৩৯ বোতল ফেন্সিডিল, ৪৯৫টি প্যাথেডিন ইঞ্জেকশন, ৪৩২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাকে আটক করে।
দিনাজপুর র্যাব-১৩ এর সহকারী পরিচালক শহিদুল ইসলাম ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও পাচার আইনে ফুলবাড়ী থানায় মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক সুলতান মাহমুদ জানান, র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আশরাফুল আলমের বাড়ীতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি