নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল তায়েম ভুঁইয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের গামরুলী হরিপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিন ভুঁইয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে তায়েম ভুঁইয়া পুকুরের পানি সেচের মাধ্যমে শুকানোর জন্য তার নিজ ঘর থেকে বিদ্যুতের লাইন নিয়ে বাড়ির পিছনে মটরে সংযোগ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি তারের ছেড়া অংশে জড়িয়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই সুমন নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি