মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সাধারণ কাউন্সলর পদে ভোট গ্রহণ শুরু।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান জানান, এক বছর আগে মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলী আজগর বেপারীর মৃত্যুতে কাউন্সিলর পদ শূণ্য হয়। এতে ওই পদে উপ-নির্বাচন তিনজন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল থেকেই দুইটি কেন্দ্রে ভোট দিচ্ছেন সাধারণ ভোটাররা। এই ওয়ার্ডে মোট ৬ হাজার ২৫০ জন ভোটার ভোট প্রয়োগ করছে। প্রশাসনের পক্ষ থেকেও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
তবে সকাল থেকেই ভোটার উপস্থিত কম লক্ষ্য করা গেছে। সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে ভোট দেওয়া হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি