নারায়ণগঞ্জের ফতুল্লায় কথা কাটাকাটির জের ধরে নাঈম নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হৃদয় ও হাবিব নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শক্রবার (৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছুরিকাঘাতে নিহত নাঈম ও হত্যাকারীরা সকলেই গার্মেন্টস শ্রমিক। ঘটনার সময় তাদের মধ্যে কেনো বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাঈমকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এদিকে, রাতেই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি