সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ী ওয়েল ডিপোর সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ ফরিদুল ইসলাম ও আলম হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিরাজগঞ্জ র্যাব-১২।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৪০ কেজি গাঁজাসহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়। পরে এ বিষয় শাহজাদপুর থানায় মাদকবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি