দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সুবিধা নিশ্চিত করতে নাটোরে ১০টি স্মার্ট সাদাছড়ি প্রদান করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে এসব সাদাছড়ি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাদাছড়ি সহযোগে নির্বিঘ্ন চলাচল দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার। সমাজের সকল মানুষকে তাদের এ চলাচলে সহায়তা প্রদান করতে হবে। নতুন সংযোজিত স্মার্ট সাদাছড়িতে থাকা বিশেষ ডিভাইসের সেন্সর ও ভাইব্রেশন দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের পথকে সুগম করবে। এ স্মার্ট সাদাছড়ি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় আরো একধাপ এগিয়ে চলা বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তাা দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি