নাটোরে আলুর মূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুনের নেতৃত্বে শহরের প্রধান কাঁচা বাজার নিচাবাজারে অভিযান চালানো হয়।
অভিযানকালে, কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া ৩০ টাকা কেজির চেয়ে বাড়তি মূল্যে আলু বিক্রির অভিযোগে ফজলুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক ব্যবসায়ীকে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশ দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি