মেহেরপুরের গাংনীর খাসমহল গ্রামে জাহানারা খাতুন (৪০)নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে।
সে খাসমহলের রেজাউল হকের স্ত্রী ও আহম্মদ আলীর মেয়ে। পুলিশ স্বামী রেজাউলকে গ্রেপ্তার করেছে। পরোকীয়ার অভিযোগ তুলে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছে রেজাউল হক। লাশের ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ।
রেজাউল হক জানান, এ উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের হছেন আলীর ছেলে আখের আলীর সাথে জাহানারার পরোকীয়া গড়ে উঠে। বারবার বারণ করা সত্ত্বেও সে কর্ণপাত না করায় দিন পনেরও আগে তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। তার পরও জাহানারার সাথে দেখা করে তার পরোকীয়া প্রেমিক। এ জন্য রাগে ও ক্ষোভে তাকে হত্যা করা হয়েছে।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে স্বামী রেজাউলকে। সে পরোকীয়ার জেরে রাগে ও ক্ষোভে স্ত্রীকে হত্যা করেছে বলে ১৬১ ধারায় জবানবন্দী দিয়েছে। তাকে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি