ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৪১ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
মৎস্য বিভাগ জানায়, অভিযানের মধ্যেও সুগন্ধা ও বিষখালী নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছিল জেলেরা। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে দুই জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৪১ কেজি মা ইলিশ।
নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালি নদীতে ইলিশ শিকার অপরাধে দুই জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন।পরে নির্বাহী অফিসার রোজী আকতার ও উপজেলা মৎস্য অফিসার ফারহানা তাসলিমা, জদ্ব জালগুলো ঝালকাঠি কালেক্টরেট স্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে ফেলেন। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ইলিশ সংরক্ষণ অভিযানে জেলার ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ৪টি এবং জেলা সদরে একটি সহ ৫টি ইউনিট কাজ করছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি