বেনাপোল ও পুটখালি সীমান্তে ৪১নারী শিশু পুরুষকে আটক করেছে।এসময় জব্দ করেছে হুন্ডির৭লাখ টাকা। আটককৃতদের ব্ড়াী যশোর ফরিদপুর গোপালগজ্ঞু,টাঙ্গাইল,নারানগজ্ঞ সহ বিভিন্ন জেলায়।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান,২থেকে ৪বছর আগে দালালের খপ্পরে পড়ে মিথ্যা আশ্বাসে চাকুরীর প্রলোভনে ভারতে যায় তারা। শুক্রবার সকালে বেনাপোলের পুটখালি ও দৌলতপুর সীমান্ত দিয়ে এসব বাংলাদেশী নারী শিশু পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারে বিজিবি। সীমান্তে অভিযান চালায় তারা। পুটখালি থেকে আটক করা হয় ৯নারী ৬শিশু ও ১৮পুরুষকে। অপরদিকে দৌলতপুর সীমান্তে এক নারী এক শিশু ও ৬জন পুরুষকে আটক করে বিজিবি।
বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে হুন্ডির ৭লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানান আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা
এদিন দুুপরে আটককৃতদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় বিজিবি কর্মকর্তা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি