মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর থেকে ৭ রোহিঙ্গাসহ ৮জনকে ৯শ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
শনিবার বিকেলে মুক্তারপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করা হয়। আটককৃত ৮ জনের মধ্যে ৭ জনই রহিঙ্গা। আটককৃত রোহিঙ্গা আর্জু বেগম(৩৫), নুর জাহান(১৯), নুর বেগম(৫০), জিয়া বল(৩০), সুমাইয়া আক্তার(১৬), শাকিলা(২৫), নুর কায়দা(১৫) তারা রোহিঙ্গা বলে জানান পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নারীসহ ৭ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের নিয়ে মুক্তারপুর এলাকায় অভিযান চালানো হয়।
এসময় লৌহজং থেকে জরিত থাকার অপরাধে রাজেশ (৩০) কে আটক করা হয়। তিনি আরও বলেন এদের কাছ থেকে ৯শ পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রোববার দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি