চাঁদপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম পরিচালনার সময় লক্ষীরচরে নৌ পুলিশের ওপর জেলেদের অতর্কিত হামলায় ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার মেঘনা নদীর লক্ষীরচরে এ ঘটনাটি ঘটে।
নৌ-পুলিশের ঢাকা হেডকোয়ার্টারের এএসপি ফরিদা রানু, মা ইলিশ রক্ষা কার্যক্রমে অংশ নিতে ১০০ জনের নৌ পুলিশ সদস্য নিয়ে ঢাকা হেডকোয়ার্টার থেকে চাঁদপুর আসে। সারারাত অভিযান পরিচালনা করে তারা। সকাল সাড়ে দশটায় লক্ষীরচরে অবস্থান করার সময় জেলেরা তাদের ওপর হামলা চালায়। হামলা থেকে রক্ষা পেতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোঁড়া হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি