নির্বাচন কমিশনের বেধেদেয় সময়ের মধ্যে বিভিন্ন স্থানে সাটানো নির্বাচনী ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার জন্য নির্বাচন কমিশন থেকে বলা হলেও, খুব একটা কাজে আসেনি নেছারাবাদ উপজেলায়। ফলে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে পিরোজপুরে শুরু হয়েছে বিভিন্ন স্থানে সাটানো ফেস্টুন ও ব্যানার অপসারণের কাজ।
কিন্তু পিরোজপুরের বিভিন্ন উপজেলায় এখনো দেখা যায় ব্যানার,পোস্টারে ও ফেস্টুনে সয়লাভ। জেলা পুলিশ ও পিরোজপুর পৌরসভার সহযোগীতায় একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানো সাটানো ফেস্টুন ও ব্যানার সরিয়ে ফেলা হয়। তবে উপজেলা গুলোতে বিন্ন চিত্র দেখা যায়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের পরও বিভিন্ন উপজেলা গুলোতে এখন পর্যন্ত ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে সরানো হয়নি এবং প্রসাশনের পক্ষ থেকে কোন অভিযানের মাধ্যমে সেগুলো অপসারণ করানোর ব্যবস্থা পরিলক্ষিত হয়নি।
তবে জেলার সর্বত্র ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেগুলো অপসারণ হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি