মেহেরপুরে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড রায় দিয়েছেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত।
আজ (বৃহস্পতিবার) বেলা ১২ টার সময় মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদী গ্রামের ব্যাবসায়ী আবু বক্কর শাহ হত্যা মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এই রায় ঘোষণা করেন।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী পিপি পল্লব ভট্টাচার্য্য তরুণ জানান- ২০১০ সালে সালের ১৪ জুন সকালে বাড়ি থেকে বের হওয়ার পর করমদী মাঠের কাছে আবু বক্কর শাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের ছেলে শাহাবুদ্দিন বাদী হয়ে ১১ জনকে আসামী করে গাংনী থানায় মামলা করলে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত সাক্ষীদের সাক্ষ্যপ্রমান সাপেক্ষে আসামী এনামুল হক, জাহিদুল ইসলাম, আব্দুল বারী, রমজান আলী, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন, মিন্টু ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড রায় প্রদান করেছেন। দন্ডপ্রাপ্ত সকলের বাড়ি করমদী গ্রামে।
আসামীদের মধ্যে ১ জন মারা গেছেন এবংদুইজন পলাতক রয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি