ময়মনসিংহের হালুয়াঘাটে ৩২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। তার মধ্যে চলতি সমাপনী পরীক্ষায় ২৩১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে। এর মধ্যে সাতগাছিয়া, রুস্তুমপুর, বীরগুছিনা,বাউশা, দরাবন্নি, রামনগর কন্যাপাড়া সহ বেশ কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকলেও উপজেলা শিক্ষা কর্মকর্তাগনের যোগসাজসে এই সব প্রতিষ্ঠানের ভুয়া শিক্ষার্থী সাজিয়ে সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করতেও দেখা গেছে । এ নিয়ে আদালতে মামলা হয়েছে ধারা ইউনিয়নের বীরগুছিনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিরুদ্ধে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোঃ ফারুক বলেন. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্ররাসা আমার অধিনে না। আমরা শুধু পরীক্ষা নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লাহ বলেন, আমি বীরগুছিনা ইবতেদায়ী মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসা বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি