পটুয়াখালী গলাচিপা উপজেলার রনতদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি ০২ নং ওয়ার্ডে মামুনতক্তি নামক স্থানে গুড়িন্দা খালের কচুরিপানার মধ্যে ৯ বছরের জিহাদ নামের এক শিশুর লাশ উদ্ধার করেন পুলিশ।
চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামের ৪ নং ওয়ার্ডের জিনতলা নামক স্থানের ভাতের হোটেল ব্যবসায়ী মোঃ শাহজালাল মোল্লার ছেলে মৃত্যু মোঃ জিহাদ মোল্লা। মৃত্যু জিহাদ কাটাখালী হাফিজিয়া মাদ্রাসার নাজরানা শ্রেণীর (তৃতীয় খতম) ছাত্র।
স্থানীয় সূত্রে জানাযায়, মৃত্যু জিহাদ তাঁর চাচাতো ভগ্নীপতি মোঃ সোহাগ সরদার (২৬) দ্বারা পারিবারিক কোলাহ এর কারনে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে মোঃ বাবুল সরদারের ছেলে মোঃ সোহাগ সরদারকে গলাচিপা থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে।