ধান, চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক প্রতিনিধি সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ‘আনন্দ র্যালি’ করেছে জয়পুরহাট জেলা কৃষক লীগ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে জয়পুরহাট পৌরসভা চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবদেন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ, জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ্যাডঃ ফিরোজা চৌধুরী, সাধারণ সম্পাদক জালাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সহ সংগঠনের নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি