নাটোরের লালপুর থেকে বিপুল পরিমাণ বেশি বিদেশি মদসহ মানিক হোসেন নামে এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত আটটার দিকে লালপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মানিক লালপুর উপজেলার বালতিতা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
র্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে র্যাবের একটি দল লালপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা চালায়। এসময় মানিক হোসেনকে সন্দেহ হলে তার দোকান তল্লাশি করে ২.৬৭৫ লিটার, বিদেশী মদ,৭লিটার দেশে প্রস্তুতকৃত চোলাই মদ ও মদ তৈরীর বিভিন্ন উপকরণ ও ৭৫টি বোতলসহ তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জব্দকৃত বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাকে লালপুর থানা হস্তান্তর করা হয়েছে।