নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজাকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার পক্ষে কাজ করায় তার বড় ভাই বর্তমান বেলকুচি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সাজেদুল সহ ৭ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে সাময়ীক বহিষ্কার করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গত শনিবার রাতে এক জরুরী সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত হয়। রবিবার রাতে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট হোসেন আলী হাসান এ বিষয়টি নিশ্চিত করে দলের পক্ষে ঘোষণা দেন।
বহিষ্কৃত অন্যরা হলেন,বেলকুচি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিজল হক খান ঘোষন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হযরত আলী, বেলকুচি পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামানিক, সহ-সভাপতি বদর উদ্দিন মন্ডল ও বেলকুচি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাভোকেট হোসেন আলী হাসান সাংবাদিকদের বলেছেন, আওয়ামীলীগের সিদ্ধান্ত না মেনে দলের মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাসের (প্রতীক নৌকা) বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামীলীগ থেকে নৌকার বিরুদ্ধে যারাই অবস্থান নিবে তাদের বিরুদ্ধেই এ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, আশানুর বিশ্বাস শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগকে গতিশীল করতে নেতা-কর্মীদের পাশে থেকে কাজ করছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারো নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এর কোন ব্যতিক্রম হতে দেওয়া হবে না।
দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি পৌরসভার এ নির্বাচনকে কেন্দ্র করে বেলকুচি সহ জেলা ব্যাপী এ বিষয় নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ নির্বাচনে কি হবে তা নিয়েও রয়েছে নানা উৎকন্ঠা ও জল্পনা-কল্পনা।