নাটোরের লালপুরে পৃথক স্থান থেকে অজ্ঞাত তরুণীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চোষাডাঙ্গা বিল এবং পাটিকাবাড়ি এলাকার রেল লাইনের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম শাহাদাৎ হোসেন। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামের আলাউদ্দিন ছেলে ।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বুধবার সকালে চোষাডাঙ্গা বিলের মাঠে কাজ করতে যাওয়ার স্থানীয় কৃষকরা গমের জমিতে শাহাদাৎ হোসেনের লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে তার স্বজনরা এসে তার মরদেহ শনাক্ত করে।
একই সময়ে পাটিকাবাড়ি এলাকার রেল লাইনের পাশে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দু’টি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত তরুণীর পড়নে নেভি ব্লু টি শার্ট ও পাজামা পরা অবস্থায় ছিল। চোখে আঘাতের চিহ্ন ও গলায় ওড়না পেচানো অবস্থায় ছিল। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুইজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারনা পুলিশের। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।