নাশকতার পরিকল্পনার অভিযোগে, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক সামছুল হকসহ ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে, শহরের বাটার মোড় সংলগ্ন হক ভিলা থেকে তাদের আটক করা হয়।
জয়পুরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হক ভিলায় গোপন বৈঠক করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসাটি ঘেরাও করে। এ সময় দেশীয় অস্ত্রসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়।