চট্টগ্রামের ডবলমুরিংয়ে ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর সমর্থক আজগর আলী বাবুল হত্যা মামলায় দেলোয়ার রশিদকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে, র্যাবের পক্ষ থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, নগরীর কাপাসগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আজগর আলী বাবুল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ১২ জানুয়ারি, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আজগরের ছেলে বাদী হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।