কুড়িগ্রামের চর রাজীবপুরে শাহিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী বকুলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে, এ রায় দেন কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান।
মামলার বিবরণে জানা যায়, বকুল মিয়া পরকীয়ায় জড়িয়ে পড়লে তার স্ত্রী শাহীনা বেগম বাধা দেন। এর জেরে ২০০৭ সালে, বকুল মিয়া শাহীনা বেগমকে গলা টিপে হত্যা করে, মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে।
কিন্তু, ময়নাতদন্ত প্রতিবেদনে শাহীনার মৃত্যু শ্বাসরোধে হত্যা বলে প্রতীয়মান হওয়ায় শাহীনার বাবা বাদী হয়ে বকুল মিয়া ও তার ভাবী নুরুন্নাহারকে আসামি করে মামলা করেন।