আরটিভির দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে নরসুন্দা লেক সিটি প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ আরটিভির জেলা প্রতিনিধি আ.ন.ম তানভীর হায়দারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহমেদ রাজন, ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক, জেলা মানবাধিকার সংরক্ষন পরিষদের সভাপতি এম এ আকবর খন্দকার, পাকুন্দিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি শামসুল আলম শাহীন, সিএনএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি শরফ উদ্দিন হোসাইন জীবন প্রমুখ বক্তব্য রাখেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আরটিভির দুই সাংবাদিক। তারা হলেন- প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সায়মন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি