চলনবিলের সিরাজগঞ্জ র্যাব-১২ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানাধীন গোলচত্বর মহাসরকে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে ৫৮৩ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর স্পেশাল কোম্পানি। গ্রেফতারকৃত হলেন, (১) মোঃ সোহেল রানা (২৫), পিতা কামাল হোসেন, থানা- হোমনা, জেলা- কুমিল্লা। (২) মোঃ দিপু (২০), পিতা সোহেল, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা।
সিরাজগঞ্জ র্যাব-১২ সুত্রে জানা যায়, রবিবার বিকালে বিশেষ চেকপোস্ট স্থাপন করে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানাধীন গোলচত্বর মহাসরকে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ ও সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলীর এর নেতৃতে অভিযান চালিয়ে ৫৮৩ বোতল ফেন্সিডিল, ১টি প্রাইভেটকার, মোবাইলফোন, নগদ টাকাসহ হাতে নাতে ২ জনকে গ্রেফতার করা হয়। পরে এ বিষয় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি