ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘরের নিখোঁজের পর হালিমা আক্তার (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ ফেবুয়ারি) দুপুরে ভাদুঘর ভূঁইয়াপাড়া থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার আমির হোসেনের মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু হালিমা হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হালিমার চাচা হেলাল মিয়া ও তার সহযোগি রুবেলকে গ্রেফতার করা হয়েছে।
আজ (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলণ করে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন জানান, গত ২ ফেব্রুয়ারি শহরের ভাদুঘর এলাকা থেকে ৩ বছরের শিশু হালিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাটির তদন্ত চালায়। তদন্তের এক পর্যায়ে একই বাড়ির হালিমার চাচা হেলাল মিয়াকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে এ হত্যাকান্ডের দায় স্বীকার করে হেলাল মিয়া।
২ ফেব্রুয়ারি শহরের ভাদুঘরে নিখোঁজের পর খুন হয় শিশু হালিমা। সে ভাদুঘর এলাকার রাজমিস্ত্রি আমির হোসেনের মেয়ে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি