নিউজ ডেস্ক / বিজয় টিভি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফর সেক্টর কর্মান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে সোনামসজিদ বিওপি সদরের সম্মেলন কক্ষে দুই দেশের এই বৈঠক অনুষ্টিত হয়।
বিজিবি’র ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুসফিকুর রহমান মাসুদ এবং বিএসএফ’র পক্ষে ২৩ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ’র মালদা সেক্টরের ডিআইজি শ্রী স য় গৌর।
বিজিবির রাজশাহীর সেক্টর কর্মান্ডার কর্ণেল মুসফিকুর রহমান মাসুদ জানায়, সৌহার্দপুর্ণ পরিবেশে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র গোলাবারুদ পাচার রোধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধসহ সীমান্তে সম্প্রীতি ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে আলোচনা করা হয়। এতে সীমান্তে সম্প্রীতি ও সীমান্তের বিভিন্ন সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে উভয় পক্ষ একমত হন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি