নিউজ ডেস্ক / বিজয় টিভি
ঢাকার ধামরাই থেকে শায়লা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে চিরকুট দেখে পুলিশের ধারনা পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।তবে নিহতর বড় বোনের অভিযোগ চিরকুট তার বোনের হাতের লেখা নয়।
বুধবার দুপুরে ধামরাইয়ের কালামপুরের গোলাম মোস্তফার ভাড়াবাড়ির ২য় তলা থেকে ফ্যানের সাথে ফাস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা রুমের মধ্যে শায়লা আক্তাকে ফ্যানের সাথে ফাস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল- আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি ভাল না, তাই সবাই আমাকে ভুল বুঝে।
চিরকুটের উদ্ধারের পর পুলিশের ধারনা সে পারিবারিক কোন বিষয়ের জের ধরে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও বলছে পুলিশ। এছাড়া চিরকুটের হাতের লেখার সাথে নিহতের হাতের লেখা মিলিয়ে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি