চট্টগ্রাম নগরের পাঠানটুলিতে একটি ভবনের ছাদে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, রাতে বংশালপাড়া এলাকায় একটি গুলির শব্দ শোনা যায়। উৎস খুঁজতে গিয়ে ভোররাতে নেজাম খানের ভবনের ছাদে ওই কারখানার সন্ধান মেলে। সেখান থেকে দুটি পাইপগান, একটি এয়ারগানসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এসময় অভিযুক্ত নেজাম পালিয়ে গেলেও তার স্ত্রী ও ভাইকে আটক করা হয়।
এ ব্যাপারে ডবলমুরিং থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।