ব্রাহ্মণবাড়িয়ায় ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে করোনার ভ্যাকসিন প্রয়োগের সম্ভবনা রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে শুরু হবে টিকা প্রয়োগ কার্যক্রম। টিকাদানের জন্য সবধরনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ১০ হাজার ৮শ ভায়ালে ১লক্ষ ৮হাজার করোনার টিকা ব্রাহ্মণবাড়িয়ায় পৌছেছে।
জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে টিকা পরবর্তী প্রতিক্রীয়া মোকাবেলা করা যাবে এমন স্থানকেই টিকা দান কেন্দ্র হিসেবে অগ্রাধিকার দেয়া হয়েছে।
পরবর্তীতে ইউনিয়ন পর্যায়েও তা সম্প্রসারিত করা হবে। চিকিৎসক ও টিকাদানকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে মোট ১০ টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ৮টি টিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি টিম কাজ করবে।